Description
বাদাম মানেই তা শরীরের জন্য ভালো। খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও, বাদামের স্বাস্থ্য উপকারিতা শরীরের অনেক সমস্যা সহজেই দূর করতে পারে। আর এটি যদি হয় কাজু বাদাম, তাহলে তো কোন প্রশ্নই নেই।পুষ্টিবিদরা বলছেন, কাজুতে রয়েছে ফাইবার এবং উপকারী অনেক উপাদান যেমন ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক এবং কপার। এছাড়াও, কাজুবাদামে ভিটামিন কে, ভিটামিন বি৬ ইত্যাদির মতো পুষ্টি উপাদানে সমৃদ্ধ তাই, যাদের বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে এবং ওজন কমানোর জন্য ডায়েটে রয়েছে, তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় কাজুবাদাম সুফল বয়ে আনবে।
কাজু বাদামের উপকারিতা:
- হাড় মজবুত করে,হাড়ের ক্ষয় রোধ করে এবং পেশীর ব্যথা উপশম করে।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে সহায়তা করে।
- দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- রক্তের সমস্যা দূর করে। রক্তে তামার অভাবও আয়রনের ঘাটতি হতে পারে, যা রক্তাল্পতা সৃষ্টি করে।নিয়মিত কাজু বাদাম খেলে এই সমস্যা কমে যায়।
- বাদামে ভিটামিন আমাদের ত্বক মসৃণ রাখে এবং বয়সের ছাপ দূর করে। চোখের নীচের কালো দাগ দূর করতেও এর ভূমিকা রয়েছে।
কাজু বাদাম খাওয়ার প্রক্রিয়া:
কাজু সারারাত দুধে ভিজিয়ে রাখুন। রাতে দুধে ভিজিয়ে কাজু খেলে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না। কাজু এবং দুধ উভয়েই ভিটামিন কে, খনিজ এবং ভিটামিন বি 6 রয়েছে, যা হাড়ের গঠনে সহায়তা করে।
দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগলে দুধে ভিজিয়ে রাখা কাজুবাদাম হতে পারে চমৎকার প্রতিকার। কাজুবাদামে রয়েছে ফাইবার উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের সমস্যাও সমাধানে সহায়তা করে।
ফাস্ট ফুড, খারাপ খাবার এবং খারাপ আবহাওয়া সহ বিভিন্ন কারণে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। রোগের বিরুদ্ধে লড়াই করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। এর জন্য দুধে ভেজানো কাজুবাদাম ব্যবহার করতে পারেন।
কাজু বাদাম ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত কাজুবাদাম দুধে ভিজিয়ে খেতে পারেন।
কাজুবাদামে রয়েছে তামা, যা রক্তের সমস্যা নিরাময় করে। রক্তে তামার অভাবও আয়রনের ঘাটতি হতে পারে, যা রক্তাল্পতা সৃষ্টি করে। দুধে ভিজিয়ে কাজু খেলে এই সমস্যা দূর হবে।